সোমবার, ১৯ জুন, ২০১৭

ঋদ্ধি



ছুঁয়ে দেখো কাছে এসে
আগেও হয়তো ছুঁয়েছ বহু মোহ আর কামে মিশে।
তখন তোমার রক্তে ছিলো কামাতুর এক ঢেউ
প্রেমিক জানে প্রেমটাই সব আর জানেনা কেউ।
প্রেম আর কাম দুটোই নাকি একি বৃন্তের ফুল
তাই দুটোকে একি ভেবে করতে পারো ভুল।
মন যখনি মন ছুঁতে চায় মনের উপর ভর করে
শরীর তখন তুচ্ছ হয়ে লুটিয়ে পরে মন দ্বারে।
অনুভূতিকে স্পর্শ করলে প্রেমাতুর এক লয়
দেখতে পাবে শুদ্ধ প্রেমে শরীরীর সবটা নয়।

শুক্রবার, ১৬ জুন, ২০১৭

নৈঃশব্দ্য নিক্বণ

তোমার জানা হবে না কখনোই-
কী করে দীর্ঘ নির্ঘুম রাত আমি কাটিয়েছি তোমায় ভেবে।
তবু তোমার ভাবনায় মগ্ন সেই রাত গুলোকেও খুব দীর্ঘ মনে হয়
আমার এই একটা জীবনের কাছে ।

তোমার জানা হবেনা কখনোই-
কেমন করে সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত পেরিয়ে যায়
তবু তোমার জন্য আমার প্রতিক্ষা শেষ হয় না ।

তোমার জানা হবেনা কখনোই-
আমার শরীরে কেমন করে রক্ত বিন্দুর মতো তুমি প্রবাহিত হও ,
তোমার সঞ্চালন আমাকে কেমন করে বাঁচিয়ে রাখে প্রতিনিয়ত ।

তোমার জানা হবেনা কখনোই-
কীযে তীব্র আসক্ত আমি তোমাতে ,
তোমাকে পাবার নেশায় আমি নেশাসক্তের মত হয়ে উঠি উন্মাদ ।
এই উন্মাদনা আমাকে না দেয় বাঁচতে না দেয় মরতে ।

তোমার জানা হবে না কখনোই-
কীযে সর্বনাশ আমি করে বসেছি নিজের !
যেই তোমাকে পাওয়া এ জন্মে স্বপ্নাতীত,সেই তোমার কাছেই
সর্বস্ব হারিয়ে হয়েছি সর্বসান্ত ।

তোমার জানা হবেনা কখনোই-
শুধু তোমাকেই ভাববো বলে সংসারে থেকেও আজ আমি সন্যাসী ।
তথাকথিত প্রেম কাম আর মোহো থেকে নিজেকে সরিয়ে এনেছি
যোজন যোজন দূরে ।

তোমার জানা হবেনা কখনোই-
তোমাকে ভালবেসে কী করে নিজেকেই নিজের কাছ থেকে করেছি নির্বাসিত ।
কি যে ভাল তোমায় বাসি
তোমার জানা হবেনা কখনোই-

বোধন

আসুন আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি এক অভিনব জগ থেকে।
যেখানে বাস করা মানুষেরা জন্মান্ধ !
বোধহীন মানুষের বাতুলতায় ভরা এই বসুধা।
আপনি নিশ্চই নরক যন্ত্রণার কথা শুনেছেন?
খুব সহজেই আপনি তা পেয়ে যাবেন এখানে -
প্রিয়জনের উপেক্ষা, বিশ্বাসের অবমাননা, মূল্যবোধের অবক্ষয়,স্বপ্নের ভেংগে যাওয়া,
প্রতারণা, ঠক আর অস্তিত্ব সংকটের লড়াই
আপনাকে দেখাবে কি সহজলভ্য এখানে নরক যন্ত্রণা।
হাশরের ময়দানের গল্প শুনেছেন ?
আরে মশাই ওটাতো আমাদের এখানেই।
দেখছেন না! যার যার 'ইয়ানফসি' সে সে জপছে
এখানে কেউ কারো না, সবাই কেবলি নিজের।
স্বার্থপরতায় অন্ধ মানুষ এখানে ছুটছে আর ছুটছে।
এখানে কেউ কাউকে চেনে না।
এরা আসলে নিজেরাও নিজেকে চেনে না,
তথাকথিত সম্পর্কের আড়ালে সবটাই মুখোশ।
এসেই যখন পড়েছেন আমাদের স্বর্গটাও ঘুরে যাবেন।
নির্মোহ ভালবাসা,নিস্বার্থ বন্ধুত্ব, নিষ্পাপ বোধ
ত্যাগ, সৃষ্টিশীলতা আর নির্মল মমতা
এখানে এই পৃথিবীতেই আপনাকে অনুভব করাবে স্বর্গীয় সুখ।

আমরা এখানে আমাদেরি গুণে রোজ করেছি স্বর্গ জয়;
আমাদেরি ভুল আমাদেরি তরে জীবন করেছি নরক ময়।
ভবিষ্যতের ভাবনা ভেবে বর্তমানকে ফুরিয়েছি
মৃত্যু ভয়ে ভীত হয়ে জীবনটাকেই পুড়িয়েছি।
আমাদেরি প্রেম এই ভুবনে গড়েছে স্বর্গ রচনা,
সেই স্বর্গকে আমাদেরি ঘৃণায় করেছি প্রবঞ্চনা।
স্বর্গ-নরক, হাশর-নাশর কে বলে যে বহুদূরে
রোজ জীবনের পুলসিরাতকে পেড়িয়ে যাচ্ছি একি সুরে।