শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭

বৃষ্টি স্নাত

যখন আমার মন আকাশে মেঘ করেছে বেশ?
আমি ভাবলাম ঝড়িয়ে বৃষ্টি কাটাই মেঘের রেষ।
তখন একটা প্রবল বৃষ্টি ঝড়াই আমার মনে
মনের সকল মেঘ গুলোকে ভেজাই বৃষ্টি স্নানে।
ঝুম ঝুমা ঝুম বৃষ্টি ঝড়ে রক্তে যাচ্ছে মিশে
জীবনের সব গ্লানি গুলো আজ বৃষ্টিতে যাক ভেসে।
বৃষ্টি ঝড়ে বৃষ্টি ঝরে যাক ঝরে যাক বৃষ্টি
বৃষ্টি ভেজা মনেই আমি স্বপ্ন করবো সৃষ্টি।
বৃষ্টির সেই ধারাপাতকে ভেবে গানের সুর
মন খুশিতে বেড়িয়ে চলে রঙিন স্বপ্নপুর।
ঝরছে বৃষ্টি ঝরেই চলছে ভিজিয়ে মনের অলিগলি
জীবনের সব হাসি কান্নাকে বৃষ্টি ভেবেই চলি।
ভিতর বাহির জুড়ে বয়ে যায় হৃদয়ের সেই ধারাজল
বৃষ্টিকে আমি খুব ভালবাসি হোক না সে যত গড়ল।
সময় করে আমার হৃদয়ে ঘুরে যেও এসে শ্রাবণে
ভালবাসার বৃষ্টি ধারায় ভেজাবো তোমায় যতনে।
অন্তরে মোর মেঘ করেছে তোমায় মনে করে;
প্রচণ্ড এক বৃষ্টি আমার মনের ভেতর ঝড়ে।



1 টি মন্তব্য: